রামু: রামুতে কী ঘটছে? ঘটনার রহস্য উন্মোচন করবেন ইউনূস?
বৌদ্ধধর্মকে সারা বিশ্বে শান্তি ও অহিংসার দর্শন হিসেবে বিবেচনা করা হয়। অথচ এই অবস্থা কেন তাদের উপর? বাংলাদেশে সংখ্যালঘুদের উপর এই অত্যাচার কেন?
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল পুরাতন রাখাইন বৌদ্ধ বিহার থেকে এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত ভিক্ষুর নাম থুই নু মং মারমা (ধর্মীয় নাম কিমা চারা, বয়স ২২)। তিনি রাঙামাটির কাউখালী উপজেলার দাপুয়া গ্রামের মং শিপ্রু মারমার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থুই নু মং মারমা দীর্ঘদিন ধরেই বিহারে বসবাস করছিলেন। সকালে নাকি স্থানীয়রা বিহারের একটি কক্ষে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর দেন।
তবে এই ঘটনাটি মোটেও আত্মহত্যা নয়। একে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এর কোনো সুষ্ঠু তদন্ত হবে এটা আশাও করা যায় না।
