ঢাকা: বইমেলা স্থগিত করেছে বাংলা একাডেমি নামক সার্কাস একাডেমি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই ফাজলামো করার সিদ্ধান্ত নিয়েছে।

ফেব্রুয়ারিতে নির্বাচন ও রোজা। আর নির্বাচন যে আদৌ হবে তার কোনো নিশ্চয়তা নেই।

তারপর আবার এপ্রিলে ঝড়,বৃষ্টি।

বইমেলা স্থগিত সিদ্ধান্ত মানে সংস্কৃতির বুকে পেরেক গেঁথে দেবার প্রথম ধাপের পরিকল্পনা।

দুনিয়ার সব কাজ চলে, ইউনূস সারা দুনিয়া ঘুরে বেড়ায়, শুধু বইমেলার ক্ষেত্রে নিরাপত্তার দোহাই। এসব ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। এমনও হতে আরে, বইমেলা হবেই না।

সোজাসোজি বলে দিলেই হয়, এই দেশে কোনো বইমেলা চলবে না!

কারণ, “বাঙালি, বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি এদের কাছে এ্যালার্জি”। “সংস্কৃতির বিসর্জন দিয়ে দেশে এখন অপ সস্কৃতির চর্চা হচ্ছে।

মৌলবাদী আস্ফালন অস্বাভাবিকহারে বাড়লে সে দেশে আর মেলা হবে কী করে? সবাই এখন কেবল এক বইয়ের পাঠক হবে।

রবিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্ত হয়েছে যে অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলার যে তারিখ ঘোষণা করা হয়েছিল, তা স্থগিত করা হলো।

এর আগে ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত আয়োজনের সময় ঘোষণা করা হয়েছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *