চিন্ময় দাস

ঢাকা: সত্যের জয় অবশ্যম্ভাবী। চিন্ময় কৃষ্ণ দাস’ এর গ্রেফতারির বিরুদ্ধে ভারত বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিলো। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসে’র (Chinmoy Das) নির্যাতন নিয়ে আন্দোলন হয়েছে, হয়েছে ভারতের বিভিন্ন জায়গাতেও।

অবশেষে নানান নাটকের পর রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে দায়েরকৃত আবেদনের শুনানি হতে পারে আগামি রবিবার।

এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ বাসস’কে জানিয়েছেন, ‘জামিন স্থগিত চেয়ে আবেদনটি করা হয়েছে। আগামি রবিবার এই আবেদনের শুনানি হতে পারে।’

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ধর্মের রাজনীতি, সনাতনী নিধন রাজনীতিতে এক নতুন রং লাগে। সত্যের পক্ষের অসংখ্য জনগণ চিন্ময় প্রভুর গ্রেফতারির ঘটনার নিন্দা জানান।

২৭ নভেম্বর চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম আদালতে পেশ করার সময়, আদালত চত্বরে সংঘর্ষ বাঁধে এবং এক আইনজীবীর মৃত্যু ও হয়।

চিন্ময় কৃষ্ণ দাস প্রভু আগে ইসকনের (ISKCON) নেতা এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং কিছু সময় আগে তাঁকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়।

গতকাল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে তাঁকে জামিন দেন বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো: আলী রেজার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এবং প্রবীর রঞ্জন হালদার। ওদিকে রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা।

উল্লেখযোগ্য যে, ৩১ অক্টোবর প্রভুর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *