ঢাকা: বাংলাদেশে এখন শ্বাসে আর অক্সিজেন নেই, বিষ নিতে হচ্ছে।রাজনৈতিক শ্বাসরুদ্ধকর অবস্থা। এই পরিস্থিতির মাঝে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সমর্থকদের ভীষণ অভর্থনা পাচ্ছেন তিনি।
সাকিবের জনপ্রিয়তায় খুনী বলে আঘাত করা যায়? পিনাকী যতই বলুক খুনী, আসলে কে কী সেটা জনগণ খুব ভালো জানে। তাই পিনাকিদের দালালি না করলেও চলবে।
আর জঙ্গী আসিফ মাহমুদের চালাকি এখন সব প্রকাশ্যে।
জুলাই জুলুম চলাকালীন ৩ হাজার পুলিশ, ১ হাজার নিরীহ ছাত্র, জনতা ও আওয়ামীলীগের কর্মী হত্যা এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারী অন্যতম সন্ত্রাসী আসিফ মাহমুদ দম্ভের সাথে স্বীকার করে নিয়েছেন, সাকিব কে তিনিই পুনর্বাসন করেনি।
এরা রাষ্ট্রের আইন বিভাগ ও বিচার বিভাগে ব্যক্তিগত হস্তক্ষেপ করছে। প্রশ্ন হচ্ছে, কেন একজন নিরপরাধ ব্যক্তি এবং বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিড়াবিদের সাথে এই স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণ?
সাকিবের পোস্টটিতে দেখা যাচ্ছে, ইতিবাচক প্রতিক্রিয়ারই জয়জয়কার হয়েছে। ‘লাভ’, ‘লাইক’ ও ‘কেয়ার’ রিঅ্যাকশনে ভরে আছে।
তবে রাজাকাররা তো দিয়েছেই হা হা রিয়্যাকশন।
সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, “শুভ জন্মদিন আপা”।
দেখা গেছে সেই পোস্টটিতে পড়া মোট ১১ লক্ষ (1.1M) প্রতিক্রিয়ার মধ্যে একটি বড় অংশজুড়ে আছে ইতিবাচক মনোভাবের প্রতিফলন।
একজন লিখেছেন, একটা ৫ আগস্ট না আসলে হয়তো বুঝতেই পারতাম না, আমরা শেখ হাসিনাকে অন্ধের মতো ভালোবাসি। সারাদেশের সব নেতা কর্মীরা অন্ধের মতো ভালবাসেন নেত্রীকে।
নেত্রী দীর্ঘজীবী হোক। অনেক অনেক ভালোবাসা তারুণ্যের অহংকার সাকিব আল হাসান।