চট্টগ্রাম: জনগণের কোনো দায়িত্ব সরকারের নেই। এই ইন্টেরিম দেশটাকে বেচে খেয়ে তারপর যাবে। অথচ দেশে বিভিন্ন সমস্যায় এক একটা পরিবার জর্জরিত।

চট্টগ্রামের বাকলিয়া এলাকার ১৮ জন জেলে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন। টানা ১৬ দিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ মিলছে না।

পরিবারের লোকজন এই অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন। কী করবেন তাঁরা এই অবস্থায়?

পর্যটক নিয়ে মায়াকান্না করে এই সরকার, অথচ ট্রলার-জেলেদের ফিরে আসার খোঁজ দিতে অক্ষম।

নিখোঁজ পরিবারের সদস্যরা জানিয়েছেন, ১৩ সেপ্টেম্বর রাতে নতুন ফিশারিঘাট থেকে সাগরে যায় ‘এফবি খাজা আজমীর’ নামের ফিশিং বোটটি।

এতে মালিক আলী আকবরসহ ১৮ জন মাঝিমাল্লা ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে স্ত্রী সেলিনা আক্তারের সঙ্গে আলী আকবরের শেষ কথা হয়।

তিনি জানিয়েছিলেন, ‘ভোরের আগে অনেক দূরে চলে যাব, নেটওয়ার্ক পাবে না।’ এরপর থেকেই আর ফোন পাওয়া যাচ্ছে না। তাঁর ফোনসহ বাকি জেলেদের মোবাইল বন্ধ।

জেলেদের তো এতদিন লাগার কথা নয়। ১০–১১ দিন কেটে যাওয়ার পরও কোনো খবর না পেয়ে দিশেহারা আত্মীয় স্বজনরা।

পুলিশও এই বিষয়ে একটা তথ্য দিতে পারেনি।

এদিকে কোনো খোঁজখবর না পেয়ে গত ২৪ সেপ্টেম্বর সদরঘাট নৌ-থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সেলিনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *