ঢাকা: নজরুল সংগীত-চর্চা এবং প্রসারে অতুলনীয় অবদানের স্বীকৃতি হিসেবে গবেষক ও অধ্যাপক আনোয়ারুল হক এবং বিশিষ্ট সংগীতশিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পুরস্কার ২০২৫’ দিচ্ছে বাংলা একাডেমি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশের জন্য অতি গর্বের বিষয় এটি।

নজরুল চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে বাংলা একাডেমি এই পুরস্কারটি চালু করে। পুরস্কারের অর্থমূল্য প্রতি ১ লাখ টাকা এবং সাথে দেওয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়।

জাতীয় কবি কাজি নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় অবদান রাখার জন্য প্রতি বছর এই পুরস্কার প্রদান করে আসা হচ্ছে। এই বছর নজরুল সংগীতচর্চার মাধ্যমে কবি কাজী নজরুল ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য শিল্পী শবনম মুশতারীকে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করছে।

আগামিকাল, ২৫ মে বিকেল ৪টায় জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে শিল্পী শবনম মুশতারীর হাতে ‘নজরুল পুরস্কার ২০২৫’ তুলে দেওয়া হবে। এবং পুরস্কার তুলে দেয়া হবে নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হককে।

শবনম মুশতারী একজন নামকরা সঙ্গীতশিল্পী। তাঁর জন্ম নওগাঁয়। ষাটের দশক থেকে গানের সঙ্গে যুক্ত তিনি। ১৯৯৭ সালে শবনম মুশতারী পেয়েছিলেন একুশে পদক।

অন্যদিকে, আনোয়ারুল হকের জন্ম ১৯৫২ সালে কুমিল্লার মোগলটুলিতে। তিনি নজরুলের জীবন-সৃষ্টি নিয়ে গবেষণা করে গেছেন সারা জীবন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *