ঢাকা: নানান কাণ্ড ঘটিয়ে অবশেষে দেশে আসছেনন ইউনূস। পিকনিক, আনন্দ ভ্রমণ শেষ করে নিউইয়র্ক থেকে দেশের পথে পা বাড়ালেন মহাজন।

ঘরে বাইরে সব জায়গায় অবরোধের মুখে পড়ছেন ইউনূস।

নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ের সামনে অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বৈরাচার ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়। সেখানেও ইউনূস বিরোধী স্লোগান ওঠে।

অপমান, ঘৃণার মুখে, হাজারটা মিথ্যা কথা বলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩০ অক্টোবর) নিউইয়র্কের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দর থেকে দেশের পথে যাত্রা করেন তিনি।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *