রাঙ্গামাটি: দেশে ফেল অঘটন। রাঙ্গামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে হঠাৎ ঝড়ে নৌকা ডুবে এক শিশুসহ ২ জন নিহত হয়েছে।
এবং এই ঘটনায় এক শিশু এখনো পর্যন্ত নিখোঁজ বলে জানা গিয়েছে। তাকে উদ্ধার করার জন্য অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে মঙ্গলবার রাতে উপজেলার গুলশাখালী থেকে নৌকায় করে মাইনীমুখের এফআইডিসি এলাকায় ফিরছিল একটি নৌকা।
কিন্তু প্রকৃতি বিরূপ হয়। কাপ্তাই হ্রদে হঠাৎ ঝড় শুরু হলে নৌকায় থাকা ৫ জনের মধ্যে দুই শিশুসহ তিনজন নিখোঁজ হয়ে যায়।
সাথের দুজন কোনোভাবে সাঁতরে পাড়ে উঠে যায়।
এই ঘটনায় স্থানীয়রা এক শিশুর মরদেহ উদ্ধার করে। তারপর বুধবার নিখোঁজ নারী শিরিনা বেগমের (৪০) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।