ঢাকা: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মাঠে নামার আগেই প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন। বিশেষ করে দেশের জুলাই জঙ্গীদের জানিয়ে দিলেন বুকের জোর।

আসন্ন আইএলটি-টোয়েন্টি (ILT20) লিগে এমআই এমিরেটসের (MI Emirates) হয়ে মাঠে নামার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অ্যানিমেটেড পোস্টার শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।

পোস্টারে সাকিবকে দেখা যাচ্ছে একজন অভিযাত্রীর বেশে, জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে আসছেন। গায়ে সাফারি পোশাক, গলায় বাইনোকুলার এবং পিঠে ব্যাগ।

আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, তাঁর পাশে হেঁটে আসছে একটি রয়েল বেঙ্গল টাইগার। ছবির উপরে বড় করে লেখা “সাকিব আল হাসান” এবং বাঘটির পাশে লেখা “Tiger has arrived”।

ফেসবুকে এই পোস্টের মাধ্যমে সাকিব আল হাসান পরিষ্কার করেছেন নিজের অবস্থান ।

তিনি নতুন লিগ এবং নতুন দলের চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত। ‘টাইগার’ বা বাঘ শব্দটি দিয়ে তিনি শুধু নিজের আগ্রাসী মনোভাবই নয়, বরং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পরিচিতিকেও তুলে ধরেছেন।

ভক্তরা শুভকামনা জানিয়েছেন তাঁকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *