ঢাকা: আজ শুভ বিজয়া দশমী। অসত্যের উপর সত্যের, অশুভের উপর শুভের, অন্ধকারের উপর আলোর জয়ের দিন। বিজয়া দশমী সনাতনীদের অন্যতম প্রধান উৎসব। শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে এই দিনে।

তবে প্রতিবছর এইভাবেই সনতনীরা অপেক্ষা করে মা আসবে ঘরে। আসলে উমা তো আমাদের ঘরেরই মেয়ে। ধরা হয় বাঙালি মেয়ের প্রতীক।

মায়ের ভাসানের পর বড়রা ছোটদের প্রণাম করে। ছোটরা বড়দের আশীর্বাদ নেন। বন্ধুদের মধ্যে চলে প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের পালা।

দেবী দুর্গা মহিষাসুরের সাথে নয় দিনব্যাপী যুদ্ধের পর দশম দিনে দানবকে বধ করে অসুরের হাত থেকে দেবলোক ও মানবজাতিকে রক্ষা করেন।

তাই বিজয়া দশমী হলো সত্যের উপর অসত্যের, ন্যায়ের উপর অন্যায়ের, আলোর উপর অন্ধকারের বিজয়ের প্রতীক।

এই দিনে মা দুর্গা পিতৃগৃহ থেকে কৈলাসে ফিরে যান, তাই বাঙালি ঘরে ঘরে ভক্তরা তাঁকে অশ্রুসিক্ত চোখে বিদায় জানায়।

বিজয়া দশমী শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক এবং সাংস্কৃতিক মিলনের মহা উৎসব।

এই দিনে আমরা শিখি ন্যায় সবসময় জয়ী হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *