ঢাকা: শারদীয় দুর্গাপূজা চলাকালীন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেছেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, যা ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে ভীতি ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করেছে।
তাঁর একটি ফেসবুক পোস্টে জয় বলেন, “এ বছর আমাদের হিন্দু ভাই-বোনেরা ভয় ও অনিশ্চয়তার মধ্যে পূজা উদযাপন করছেন। ইউনূস সরকারের অধীনে উগ্রবাদের উত্থান ধর্মীয় নিপীড়নের অন্ধকার ছায়া ফিরিয়ে এনেছে।”
সজীব ওয়াজেদ জয় বলেন,
“আওয়ামী লীগ সব সময় বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষক হিসেবে দাঁড়িয়েছে। ধর্মনিরপেক্ষতা ও সমতা আমাদের রাজনীতির মূল ভিত্তি, কারণ বাংলাদেশের জন্ম হয়েছিল ঐক্যের ভিত্তিতে, বিভাজনের জন্য নয়।”
তিনি আরও উল্লেখ করেন, যে উগ্রবাদী শক্তি একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাই এখন নতুন করে মাথাচাড়া দিয়ে দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।
বলেন, “এই অন্ধকার দীর্ঘস্থায়ী হবে না। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরে আসবে এবং দেশের প্রতিটি সংখ্যালঘু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে।”