ঢাকা: আজ মায়ের বিদায়! প্রতিবছর এইভাবেই চলে। তবে মা আমাদের ছেড়ে যান না। সন্তানের জন্যে আশীর্বাদ সবসময় থাকে মায়ের।

তিথি মতে আজ বিজয়া দশমী! উমা ফিরে যাচ্ছেন কৈলাশে। চোখে জল, মনে আকুলতা, আসছে বছর আবার আসবেন মা। বাংলার প্রতিটি মানুষের মঙ্গল হোক এটাই মায়ের কাছে সনাতনীদের প্রার্থনা!

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী শারদ উৎসব।

মণ্ডপগুলোতে এখন ভিড়। নিয়ম মেনে সব আচার চলছে। হবে দর্পণ ও বিসর্জন। বিজয়া দশমীতে সারাদেশে স্থানীয় আয়োজন ও শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

এইবার দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে।

রাজধানীর যেসব ঘাটে হবে প্রতিমা বিসর্জন

রাজধানীর ২৫৪টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর ১০টি ঘাটে।

ঘাটগুলো হলো- বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট, নবাববাড়ি ঘাট, লালকুঠি ঘাট, তুরাগের ধউর ঘাট, মিল ব্যারাক ঘাট, পোস্তগোলা শ্মশান ঘাট, আমিনবাজার ব্রিজ ঘাট, বসিলা ব্রিজ ঘাট ও বালু নদের কয়েতপাড়া ঘাট।
তবে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট ও নবাববাড়ি ঘাটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *