নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় একই পরিবারের নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

জানা গিয়েছে, দগ্ধদের মধ্যে গুরুতর অবস্থায় এক শিশুকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৮টা নাগাদ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এই দুর্ঘটনাটি ঘটে।

যারা দগ্ধ হয়েছেন তাঁরা হলেন, ফ্ল্যাটের ভাড়াটে কুমোদ চন্দ্র নাথ (৪৩), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ঐর্দিকা (৮) ও ছেলে তূর্য (৪)।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আবদুল মালেক ঘটনা সম্পর্কে বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িতে রান্নাঘরের গ্যাসের চুলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বদ্ধঘরে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তবে এটি ধারণা, তদন্ত হলে সঠিক কারণ জানা যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *