ঢাকা: ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে বাংলাদেশে। এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এখন ঘরে ঘরে। শিশুরা বেশি কষ্ট পাচ্ছে এই জ্বরে। পাশাপাশি গরম তো আছেই।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দেশে দুজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০২ জনে।
এদিকে তথ্য বলছে, গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৬ ডেঙ্গু রোগী এবং এই একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪০৯ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে ডেঙ্গু সম্পর্কে এই তথ্য জানা গিয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৪৮ হাজার ২২৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এবং চলতি বছরে ৪৫ হাজার ৬৮২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
তবে অনেকে ঘরেও থাকে, সেসব হিসেব তো আর উঠে আসে না। ফলে এই তথ্যটাও নিশ্চিত তথ্য না।