ঢাকা: জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষা করার জন্য আগামি শনিবার (৪ অক্টোবর) মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন লক্ষ্মীপুরের মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
এই নিষিদ্ধকালে জেলেরা প্রত্যেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল পাবেন।
আইন অমান্য করে মাছ ধরলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে মৎস্য বিভাগ, জেলা-উপজেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন নদীতে অভিযান পরিচালনা করা হবে।