ঢাকা: নাহ! মহম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। তিনি পদত্যাগ করবেন না।পদত্যাগের সমস্ত গুঞ্জন উড়িয়ে দিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

২২ মে, বৃহস্পতিবার হঠাৎ প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শোনা যায়। উপদেষ্টা পরিষদের সভার শেষে প্রধান উপদেষ্টা ডঃ মহম্মদ ইউনূস কয়েকজন উপদেষ্টাকে নিয়ে ৪ ঘণ্টা রূদ্ধদ্বার বৈঠক করেন।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা তথা রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছিলেন, ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন নাহিদ। তিনি জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হতাশ ইউনূস। নানা ভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তিনি। রাজনৈতিক দলগুলির সঙ্গে মত মিলছে না। ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন না। তাই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। নাহিদের এই বক্তব্যের পরেই জল্পনা কল্পনা বেড়ে যায়।সারা দেশে মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে আলোচনা চলতে থাকে।

তবে এসবই যে ভুয়া, তা প্রমাণ হয়ে গেলো। তিনি পদত্যাগ করছেন না বলেই জানা যাচ্ছে। এদিন, শনিবার দুপুরে শেরেবাংলা নগরে উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি কথা প্রায় ঘুরিয়ে বলেন, ‘উনি তো চলে যাবেন- বলেননি। উনি বলেছেন যে, ‘আমরা যে কাজ করছি, আমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে; কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো বড় দায়িত্ব, এটার ওপর নির্ভর করছে ভবিষ্যৎ, বহুবছরের ভবিষ্যৎ, এ দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারব না।’

ওয়াহিদউদ্দিন বলেন, ‘দায়িত্ব পালনে যে প্রতিবন্ধকতাগুলি আসছে, সেই নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে কী প্রতিবন্ধকতা হচ্ছে, কার কী সমস্যা হচ্ছে, বিভিন্ন মন্ত্রকে সংস্কার কাজ এগিয়ে নিয়ে যেতে কী উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলো খতিয়ে দেখছি।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *