ঢাকা: জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৬০তম অধিবেশনে রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপের (RRAG) পরিচালক সুহাস চাকমা বাংলাদেশে আদিবাসীদের ওপর চলমান বর্ণবাদী সহিংসতার বিষয়টি উত্থাপন করেছেন।
তিনি জানিয়েছেন, গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামসু বাজারে সেনাবাহিনী তিনজন জুম্ম আদিবাসীকে হত্যা করে।
ভুক্তভোগীদের স্বজনেরা হুমকির কারণে মামলা দায়ের করতে সাহস পাচ্ছেন না।
এর আগে ২০২৪ সালের ১৯-২০ সেপ্টেম্বর অবৈধ সেটলার ও সেনাবাহিনী মিলে চারজন আদিবাসীকে হত্যা, ৭৫ জনকে আহত এবং শত শত ঘরবাড়ি ও দোকানপাট জ্বালিয়ে দেয়। তবে এসব ঘটনার তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।
মি. চাকমা বলেন, সংবিধান সংস্কার কমিশনে কোনো আদিবাসী বা সংখ্যালঘুর প্রতিনিধিত্ব রাখা হয়নি।
কমিশনের প্রতিবেদনে আদিবাসী বা সংখ্যালঘুদের বিষয়ে কোনো উল্লেখও করা হয়নি, যা কার্যত তাদের অস্তিত্বকেই আইনে অস্বীকার করে।
তিনি আরও উল্লেখ করেন, চলতি বছরের ১২ জানুয়ারি জাতীয় পাঠ্যক্রম বোর্ড উচ্চ মাধ্যমিক স্তরের ব্যাকরণ বইয়ের প্রচ্ছদ থেকে “আদিবাসী” শব্দটি সরিয়ে দেয়।
এর প্রতিবাদে ১৫ জানুয়ারি ঢাকায় আদিবাসী শিক্ষার্থীরা বিক্ষোভ করলে তারা ইসলামী মৌলবাদীদের হামলার শিকার হন।
সুহাস চাকমা আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলকে বাংলাদেশে বর্ণবাদী বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।