ঢাকা: ভারতে যাবেন বাংলাদেশের সেনাপ্রধান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী দেশগুলোকে নিয়ে ভারতে আয়োজিত একটি উচ্চ-পর্যায়ের সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই নয়াদিল্লি সফরে যেতে পারেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান।
আগামী ১৪ অক্টোবর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য স্টেটসম্যান’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য।
সম্মেলনে ৩০টিরও বেশি দেশের সেনাপ্রধানসহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা অংশ নেবেন।
এতে বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া, ভুটান, ব্রাজিল, ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবে।
সম্মেলনটিকে একটি “অনন্য প্ল্যাটফর্ম” হিসেবে অভিহিত করে ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর বলেন, “জাতিসংঘ সনদের অধীনে বিশ্বশান্তি রক্ষায় অংশগ্রহণকারী দেশগুলোর সম্মিলিত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও প্রতিশ্রুতি একত্রিত করার একটি দারুণ সুযোগ এই সম্মেলন।”