মিরপুর: দেশে চলছে অরাজকতা। নেই একজন জনগণেরও নিরাপত্তা। মানুষ যে ঘর থেকে বেরোবে কাজের জন্য তাতেও আতঙ্ক মনে, আদৌ দিনশেষে ঘরে ফিরতে পারবে কিনা!
মিরপুরে আলিফ পরিবহনে চাঁদা না দেওয়ায় যাত্রীবাহী বাসে কয়েক রাউন্ড গুলি ও বাসে আগুন দিয়ে দিলো সন্ত্রাসীরা।
শুক্রবার (৩ অক্টোবর) আজ সকাল ৭টার দিকে এই ঘটনাটি ঘটেছে। বাসের চালক বলছেন,বাস নিয়ে রাজধানীর সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন।
বাস থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয়। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে পরেন। ঐ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে ও বাসটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা।
বাস মালিক পক্ষের দাবি, কিছুদিন আগে নাসের আলী নামের এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে। এ ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করা হচ্ছে।