রাজবাড়ী: সামনেই পবিত্র ঈদুল আজহা। এই সময় যাত্রী পারাপার বেড়ে যায়। ধর্মীয় এই উৎসবকে সামনে রেখে যাত্রী এবং কোরবানির পশুবাহী যানবাহন যেন নির্বিঘ্নে পারাপার হতে পারে তাই রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ১৭টি ফেরি এবং ২০টি লঞ্চ চলাচল করবে। কোনোরকম অসুবিধা যেন না হয় তাই এই ব্যবস্থা।
শনিবার, ২৪ মে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন ঈদের প্রস্তুতির কথা বলতে গিয়ে বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে রো রো (বড়) ফেরি ৯টি, মিডিয়াম টাইপ ফেরি ৩টি, ইউটিলিটি (ছোট) ফেরি ৫টিসহ বহরে মোট ১৭টি ফেরি থাকবে। এ ছাড়াও দৌলতদিয়া প্রান্তে ৩, ৪, ৭ নম্বরসহ মোট ৩টি ঘাট সচল থাকবে। এ ছাড়াও ঈদুল আজহার আগে জল বাড়লে আরেকটি ফেরিঘাট চালু করা হবে। ১৭টি ফেরি ও ৩টি ঘাটের মাধ্যমে দৌলতদিয়া ঘাট দিয়ে যাত্রীরা নির্বিঘ্নে পারাপার হতে পারবে।
এছাড়াও পশুবাহী ট্রাকগুলোও একদম সরাসরিভাবে ঘাটে এসে ফেরিতে উঠতে পারবে। শুধু তাই নয়, যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া না নেয়া হয় ভিড়ের সুযোগ নিয়ে, অথবা চাঁদাবাজি, অজ্ঞানপার্টি বন্ধ, এসব যেন ঘটতে না পারে সে জন্য কঠোর নজরদারিতে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।