কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কোতোয়ালি মডেল থানা ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে ময়নামতি সিন্ধুরিয়াপাড়া ও আবিদপুর গ্রামে তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।
তিনি জানান, গ্রেফতারকৃত আখলাক হায়দার কুমিল্লা কোতোয়ালি মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি।
আবার সেই একই অভিযোগ, একই মামলা! একের পর এক আওয়ামী লীগ ধরে জেলে দেয়া হচ্ছে, সেখানে শারীরিক মানসিক তীব্র নির্যাতন করা হচ্ছে তাঁদের।
আওয়ামী লীগ দেখা মাত্রই আইনি পদক্ষেপ নেয়ার জন্যে বলা হয়েছে জামাতি পুলিশকে। স্বৈরাচারী ইউনূস সরকার এইভাবেই অত্যাচার শুরু করেছে।
