ঢাকা: রমজানের অপেক্ষা করেন মুসলিমরা। আরবি বর্ষপঞ্জি অনুযায়ী ১৪৪৩ হিজরি বা ২০২৬ খ্রিস্টাব্দের রমজান মাস কবে শুরু হবে সে নিয়ে ধারণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা।
এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির বরাতে গালফ নিউজ জানিয়েছে, রমজান শুরু হতে এখনো ১৩৯ দিন বাকি।
ইমিরেটস জ্যোতির্বিদ্যা সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৪টা ০১ মিনিটে জন্ম নেবে। তবে চাঁদটি সূর্যাস্তের ঠিক এক মিনিট পর অস্ত যাবে, ফলে সেই রাতে এটি খালি চোখে দেখা যাবে না।
তাই মাসদার চাঁদ দেখা কমিটি অনুমোদন দিলে রমজানের প্রথম দিন হবে ১৯ ফেব্রুয়ারি।
আল জারওয়ান বলেন, আবুধাবিতে প্রথমদিককার রোজার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। আর মাস শেষে সময় বেড়ে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে।
