ঢাকা: জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৬০তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ (RRAG)-এর পরিচালক সুহাস চাকমা জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের (OHCHR) বাংলাদেশ অফিসকে আহ্বান জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ির গুইমারায় ১৪ বছর বয়সী এক আদিবাসী কিশোরীর গণধর্ষণের প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল চলাকালে তিন আদিবাসীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং সদ্য সমাপ্ত দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সংখ্যালঘুদের উপাসনালয়ে সংঘটিত অন্তত ৪৯টি হামলার ঘটনা তদন্ত করতে।

তিনি বলেন, “OHCHR যদি দেশে উপস্থিত থেকেও এ ধরনের ঘটনায় নীরব থাকে এবং কোনো অবস্থান না নেয়, তবে ভুক্তভোগীদের আস্থা ক্ষুণ্ণ হবে এবং OHCHR-এর নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠবে।

বাংলাদেশ সরকার গুইমারার মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত কখনোই করেনি। তাই OHCHR-এর প্রযুক্তিগত সহায়তা প্রদান করা জরুরি।”

মি. চাকমা আরও বলেন, “জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের দেশভিত্তিক প্রস্তাব ছাড়াই OHCHR যেসব কারিগরি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে, সেগুলোও কাউন্সিলে উপস্থাপন করা উচিত।

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে OHCHR-এর তদন্ত মিশন আন্তর্জাতিক অপরাধ, বিশেষত মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের যুক্তিসঙ্গত প্রমাণ পেয়েছিল।

কিন্তু সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি কাউন্সিলে উপস্থাপিত হয়নি। কেবলমাত্র OHCHR এবং বাংলাদেশের যৌথ সাইড ইভেন্ট যথেষ্ট নয়।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *