চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী টানেলে বরযাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনায় মো. ফয়সাল (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এবং এই একই ঘটনায় গুরুতর আহত নিহত ফয়সালের স্ত্রী রাণী আকতার (৩১) সহ আরও ৪জন উক্ত হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ঘটনাটি ঘটেছে শনিবারেই। দুপুর ১টা নাগাদ পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা অভিমুখে যাওয়ার পথে টানেলের মধ্যে অতিরিক্ত গতির বরযাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এই ঘটনায় বাসের প্রায় ৩০ জন যাত্রী আহত হন।
