ঢাকা: একজন ব্যক্তি যার দ্বারা কারো কখনো ক্ষতি হয়নি সেই ব্যক্তিকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে! ইউনূসের জমানায় একের পর এইভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তারি চলছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ইউনূসের জামাতি পুলিশ।
রবিবার দুপুরে এক বার্তায় এই তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মোজাম্মেল হককে রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে তথ্য ডিএমপির বার্তায় ছিল না।
কারণ মিথ্যা মামলা, এভাবেই চলছে স্বৈরাচারী অত্যাচার।
তবে বলা হচ্ছে , জুলাই আন্দোলনের সময় হামলার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।
উল্লেখ্য, ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা বি এম মোজাম্মেল হক ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
দশম সংসদে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তবে ২০১৮ সালের একাদশ এবং ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি, তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে বহাল ছিলেন।
