চট্টগ্রাম: ফের দুইজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে এখন টিভির ব্যুরো প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের (সিটিআরএন) আহ্বায়ক হোসাইন জিয়াদ, ক্যামেরাপার্সন মো. পারভেজ রহমান এবং গাড়িচালক মাহাবুব আলমের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে সিটিআরএন।

সাংবাদিকদের ওপর এই ধরনের বর্বর ঘটনা ঘটেই চলেছে। প্রতিবাদে আর কী টনক নড়বে ইউনূসের?

আজ , রবিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিকরা এই ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা ছাড়া কিছুই নয়।

তাঁরা সময় বেঁধে দিয়েছেন।সাংবাদিকরা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

তাঁরা বলেন, বারবার দেখা যাচ্ছে, জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা সন্ত্রাসী ও দুর্বৃত্তদের হাতে হামলার শিকার হচ্ছেন।

এসব ঘটনা প্রমাণ করে, একটি প্রভাবশালী চক্র সংবাদমাধ্যমকে ভয় দেখিয়ে সত্য প্রকাশ ঠেকাতে চায়।

উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের জুলাই মাসে ক্ষমতার পালাবদলের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গণমাধ্যমের স্বাধীনতা ভয়াবহ সংকটের মুখে পড়েছে।

আন্তর্জাতিক সংস্থা আর্টিকেল নাইনটিনের প্রতিবেদন অনুসারে, জুলাই থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত মাত্র ছয় মাসে দেশে ৩৪০ জন সাংবাদিক হামলা, হয়রানি বা গ্রেপ্তারের শিকার হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *