ঢাকা: ফারুকী পেলেন না সাংবাদিক! দেড় ঘন্টা অপেক্ষা করেও সাংবাদিক মাত্র ৫ জন, স্থগিত হল ফারুকীর সংবাদ সম্মেলন। বাংলা একাডেমি সংস্কারের বিষয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সংবাদ সম্মেলন ডাকলেও সাংবাদিকদের উপস্থিতি আশানুরূপ না হওয়ায় সেটি স্থগিত করা হয়েছে।
বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে শনিবার দুপুর ২ টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু নিদিষ্ট সময়ের মধ্যে সেখানে ৫ জন সাংবাদিক হাজির হন। পরে সাংবাদিকদের ফোনে যোগাযোগ সহ আরও ২ ঘন্টা অপেক্ষা করা হয়। শেষমেষ আর কেউ না আসায় অনুষ্ঠান স্থগিতের ঘোষণা করেন বাংলা একাডেমির মহা পরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আজম গণমাধ্যমকে বলেন, সাংবাদিক উপস্থিতি আশানুরূপ না হওয়ায় আজকেও দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলনটি স্থগিত করতে হচ্ছে। পরে নতুন তারিখ সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।
সাংবাদিকদের কাজ প্রশ্ন করা, কিন্তু স্বাধীনভাবে সেই কাজ যদি করতে না দেয়া হয়, কাজ করলে বরখাস্ত করা হয় তাহলে সাংবাদিকদের স্বাধীনতা কোথায়? ফারুকীকে প্রশ্ন করা যায় না। প্রশ্ন করলে বরখাস্ত হতে হয়। চ্যানেল বন্ধ হয়ে যায়! অন্তর্বর্তী সরকারের আমলে কাজের তো কোনো স্বাধীনতা নেই।
এর আগে, একজন সাংবাদিক “সাহস” করে মোস্তফা সারোয়ার ফারুকিকে একটা প্রশ্ন করেছিল—যেটা তাঁর মনঃপুত হয়নি। ব্যাস! তখনই সাংবাদিকের বিরুদ্ধে ক্যাম্পেইনে নামে। “নতুন গণতন্ত্রের দেশে”—যেখানে প্রশ্ন করলে চাকরি যায়।
একজন প্রশ্ন করেছিলেন মুজিব সিনেমা তাঁর স্ত্রী তিশার অভিনয় করা নিয়ে আর একজন প্রশ্ন করেছিলেন হত্যা মামলা গুলো নিয়ে। সাংবাদিক সম্মেলন চলাকালীনই ফারুকী এইসব প্রশ্ন নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছেন এবং উত্তরও এড়িয়ে যান।