ঢাকা: নির্বাচন নির্বাচন হুল্লোড়, অথচ জনগণের মনে আতঙ্ক আছেই। আওয়ামী লীগ তথা শেখ হাসিনা ছাড়া তারা নির্বাচনে বিশ্বাসী নন।
এদিকে, এই বয়সে এসে অসুস্থ খালেদা জিয়া নির্বাচনী প্রচার করবেন? ঢেউ তুলবেন জনমনে? আদৌ তিনি কতটুকু সক্ষম? সক্ষমতার বাইরেও প্রশ্ন, যখন সময় ছিলো তখনো জনসেবা কি জিনিস সেটা জানেননি, তছনছ করেছেন দেশ। আর এখন ক্রান্তিকালে কী করবেন?
তাছাড়াও জনগণ বলছে, এই বয়সে তিনি জনগণের জন্য কি করবেন? তাঁর তো এখন আরামের সময়। ক্ষমতার লোভ এত যে এই অসুস্থ শরীরে প্রচারে নামতে হবে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ১০ বছর পর খালেদা জিয়া সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন—এমন ইঙ্গিত মিলেছে দলীয় সূত্রে।
আর তাঁর সুরক্ষার জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেটপ্রুফ মিনিবাস জাপান থেকে আনা হচ্ছে। বিএনপির একাধিক সূত্রে খবর।
জানা গিয়েছে, রবিবার (৫ অক্টোবর) বিএনপির পক্ষ থেকে ওই যানবাহনটির আমদানির অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, মিনিবাসেই খালেদা জিয়া দেশজুড়ে নির্বাচনী সফরে অংশ নেবেন। সঙ্গে থাকবেন নিরাপত্তা কর্মকর্তা, ব্যক্তিগত চিকিৎসক ও সহকারী দল।
জানা গেলো, কয়েক সপ্তাহের মধ্যেই খালেদা জিয়ার নির্বাচনী যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
সূত্রে খবর, ফেনী-১ আসনে খালেদা জিয়া প্রার্থী হতে পারেন।
