কুড়িগ্রাম: পানি বেড়ে ভয়াবহ অবস্থা বাংলাদেশের। কুড়িগ্রামে টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে আজ সোমবার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ধরলা, ব্রহ্মপুত্র ও গঙ্গাধর নদের পানিও বেড়েছে মারাত্মকভাবে।

বন্যা শুধু একবারের ঘটনা নয়, প্রতিবছর এইভাবেই সব স্বপ্ন ভাসিয়ে নিয়ে যায়। বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গবাদি পশুগুলোর কষ্টের শেষ নেই।

কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফসল নষ্ট হয়ে গেছে।

দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর দুই তীরের অববা‌হিকায় রোপা আমন, সবজি, মাস কালাইসহ বিভিন্ন ফসলি পানির নিচে তলিয়ে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তথ্য মতে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ২২৭ হেক্টর ফসলি জমি পানির নিচে ধ্বংস হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *