চট্টগ্রাম: জঙ্গী ইউনুস সরকারের নানা অত্যাচার-নিপীড়নের মধ্যেও বাংলাদেশের চট্টগ্রামের হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় নানা অনুষ্ঠান পালন করেছেন।
তবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সেনা- পুলিশের নিরাপত্তা ছিল লক্ষণীয়।
যদিও শান্তিতে নোবেল পাওয়া বাংলাদেশের ইন্টেরিম প্রধান ড.ইউনুস বলেছেন– তিনি সেনা- পুলিশ এর নিরাপত্তা ঘেরাটোপের মধ্যে ধর্মানুষ্ঠান পালন মোটেই পছন্দ করেন না, এবং তা কাম্যও নয়।

কিন্তু তাঁর শাসনামলেই তিনি বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে ‘ভেসে যাচ্ছে’ তা প্রমাণ করতেই তারা এত নিরাপত্তার ব্যবস্থা করেছেন বলে মন্তব্য করেছেন নাগরিকদের অনেকে।
কোজাগরী পূর্ণিমায় হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমায় মানব কল্যাণে প্রার্থনার মধ্য দিয়ে চট্টগ্রামে দুই ধর্মের নাগরিকরা উদযাপন করছেন।
পূর্ণিমার স্নিগ্ধ আলোয় সব অন্যায়- অত্যাচার- অনাচার দূর হোক এই প্রার্থনার মধ্য দিয়ে লক্ষ্মী পূজা ও প্রবারণা পালিত হয়েছে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে।
প্রবারণা পূর্ণিমার নানা ধর্মীয় প্রার্থনা, আচার- অনুষ্ঠানের পাশাপাশি ফানুস ওড়ানোর উৎসবে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বী নাগরিকগণ। সেই সাথে অন্য ধর্মের নাগরিকরাও সঙ্গ দিচ্ছেন।
সম্প্রীতির আলোকে আলোকিত হওয়ার প্রয়াসে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর ফানুসের আলোয় রঙিন হয়ে ওঠে বন্দরনগরী চট্টগ্রামের আকাশ।

প্রবারণার সবচেয়ে বড় অনুষঙ্গ ফানুস উড়ানোর সবচেয়ে বড় আয়োজনটা হয় নগরীর নন্দনকানন এলাকায়। হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বীরা রং-বেরংয়ের ফানুস নিয়ে হাজির হন বিহার চত্বরে।
সন্ধ্যার আগেই বিহারের আঙ্গিনা ছাড়িয়ে অনুরাগীদের ভিড় ঠেকে আশপাশের সড়কগুলোতে।
দূর দূরান্ত থেকে ফানুস উৎসবে যোগ দিতে আসা বুদ্ধ ভক্তদের বিশ্বাস আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণ করার নামই প্রবারণা।
যার আলোতে কেটে যাবে সব অন্ধকার। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রত্যাশা, হিংসায় উন্মত্ত অশান্ত বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের মূলমন্ত্রে উজ্জীবিত হওয়ার ব্রত নিয়েই প্রবারণার উৎসব পালন করছেন তাঁরা।

একের পর এক আকাশে ওড়ানো হচ্ছে রঙবেরঙের ফানুস। উড়তে উড়তে ফানুসগুলো মিশে যাচ্ছে দূর নীলিমায়।
মুহূর্তের মধ্যে ফানুসের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে চট্টগ্রামের আকাশ। সোমবার ৬ অক্টোবর চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমার সন্ধ্যা আকাশের এমন মুগ্ধতা প্রাণ ছুঁয়েছে হাজার হাজার নারী পুরুষের।
উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে উদযাপিত হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সন্ধ্যা হতেই শত শত ফানুসের আলোয় উজ্জ্বল হয়ে উঠে পূর্ণিমার চাঁদ ওঠা আকাশ।
এসময় আনন্দ, উচ্ছ্বাস আর গানে মেতে ওঠেন সব বয়সের মানুষ। নারী–পুরুষ, শিশুসহ সকল বয়সী মানুষ মেতে ওঠে প্রবারণার আনন্দে।
