জামালপুর : এবার আদালতের সমন জারি হলো সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বলা হচ্ছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তির মামলায় এবার জামালপুরে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
২০২১ সালে পানসিয়ানা নামে একটি ইউটিউব চ্যানেলে ডা. মুরাদ হাসান বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর মেয়ে জাইমা রহমানকে নিয়ে মন্তব্য করেন। এই ধরনের মন্তব্য করায় ১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এমনটাই উল্লেখ করা হয় মামলায়।
২০২৪ সালের ১০ সেপ্টেম্বর জামালপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সরিষাবাড়ীর ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি এবং সাবেক ছাত্রদল নেতা রুমেল সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ জুন। ডা. মুরাদ হাসানসহ দু’জন আসামির বিরুদ্ধে সমন জারি হয়েছে।