ঢাকা: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় সাংবাদিক হেনস্থা তো আছেই, সাথে সাংবাদিক কোপানো, হত্যা করা এইসব জঘন্য ঘটনা চলছেই। ইউনূস চুপ করে বসে আছেন। তাঁর মুখে রা নেই।
বাংলাদেশে হাজারের উপর সাংবাদিককে টার্গেট করা হয়েছে। তবে এইসব দাবিকে ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর হিসেবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের সরকার।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহে গিয়ে এখন টেলিভিশন এর ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন মো. পারভেজের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।
উক্ত ঘটনায় এখনো ধরা পড়েনি জড়িত সন্ত্রাসীরা। ক্ষোভে ফুঁসছেন চট্টগ্রামের সাংবাদিকরা। ধরা পড়বেও না, কারণ ইউনূসের আশেপাশেই এইসব জঙ্গীরা ঘুরে বেড়ায়।
চট্টগ্রামে কর্মরত পেশাদার সাংবাদিকেরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা।
সোমবার, ৬ অক্টোবর বিকেল ৪টায় নগরের কাজীর দেউড়ি এস এস খালেদ রোডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ফটোসাংবাদিক ও টেলিভিশন কর্মীরা।
প্রতিবাদ সমাবেশে এই বিষয়ে বক্তারা বলেছেন, সাংবাদিকদের ওপর হামলা মানে সত্য প্রকাশের পথ বন্ধ করার চেষ্টা। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
