ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকার নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে। এগুলো হলো ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’।
তবে এই সরকারের কাজ হচ্ছে জনগণকে ঠকিয়ে দুর্নীতিবাজকে দেশের শীর্ষে তুলে দেয়া, তাদের অর্থ উপার্জনের পথ করে দেয়া।
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এনসিপি নেতা তুহিনের টিভি চ্যানেল ‘নেক্সট টিভি’র অনুমোদন দিয়েছে।
মারাত্মক দুর্নীতি ও তদবির বাণিজ্যের অভিযোগে অভিযুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আরিফুর রহমান তুহিনের মালিকানাধীন টেলিভিশন চ্যানেলটিকে অনুমোদন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
‘নেক্সট টিভি’ নিয়ে চারদিকে সমালোচনা হচ্ছে। ইন্টেরিম কেমন তা তাদের কাজেকর্মে প্রমাণ দিয়ে দিচ্ছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুন ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের অনুকূলে ‘নেক্সট টিভি’র অনুমোদন দেওয়া হয়। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন আরিফুর রহমান তুহিন।
এই তুহিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্বে আছেন। এই চ্যানেলটির অফিসের ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেনের একটি বাড়ির কথা উল্লেখ করা হয়েছে।
উল্লেখযোগ্য যে, আরিফুর রহমান তুহিনের বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট ও অনিয়মের গুরুতর অভিযোগ রয়েছে। এখন টোকাই দলে নাম লিখিয়ে বিশাল বড় নেতা তিনি। আর তাঁর তদবির করছে ইন্টেরিম।
এই তুহিন এক নম্বর দুর্নীতিবাজ, ঘুষখোর। জানা গিয়েছে, এক ব্যবসায়ীকে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে আরিফুর রহমান তুহিন ৫০ কোটি টাকা নেন।
কিন্তু টাকা নিয়েও কাজ দেননি। ব্যবসায়ী টাকা ফেরত চাইলে তুহিন তার বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করেন। এই সংক্রান্ত একটি মামলায় সম্প্রতি তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
