শেরপুর: কারাগার খালি নেই, ভরে গেছে সব কারাগার এই এক বছরে। অথচ অপরাধী কেউ নেই। আছে আওয়ামী লীগের নেতা কর্মী বা আওয়ামী লীগ সাপোর্ট করা, জয় বাংলা স্লোগান দেয়া নির্দোষ মানুষগুলো!
এবার শেরপুর জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সম্পাদক, ছাত্রলীগের ত্রাস রিফাত বাবুকে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বলা হচ্ছে, রিফাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত তিনটি হত্যা মামলার আসামি। রিফাতের বাবা রুস্তম আলী শেরপুর সরকারি কলেজের কর্মচারী।
এইসব কিছুই ভুয়া। দাঙ্গা লাগিয়েছে জঙ্গীরা, মেরেছেও জঙ্গীরা। অথচ গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগ।
বৈষম্যবিরোধী আন্দোলনের মুর্শেদ জিতু জানিয়েছেন, আন্দোলন চলাকালীন ৩ ও ৪ আগাস্ট রিফাত শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গন থেকে আন্দোলনকারি ছাত্রদের ওপর অস্ত্রসহ আক্রমণ চালায় এবং অন্তত তিনজন ছাত্রকে গুরুতর আহত করে।
