ঢাকা: বাংলাদেশের নাগরিকদের অবস্থা কোনোদিকেই ভালো নেই। ভীষণ অশান্তি চারদিকে।

মানুষের জানমালের নিরাপত্তা নেই, কোথায় কখন কী হয়! প্রতিদিন লাশ পড়ে থাকছে নালায় খালায়। ঘর থেকে বের হলে আর ফিরে আসবে কিনা তাতেই জনগণ আশঙ্কায় অস্থির হয়ে উঠছে।

খাওয়ায় শান্তি নেই, বাজারে জিনিস পত্রের দামে কাহিল জনগণ। বাজার মনিটরিং করার কেউ নেই। যে যেভাবে পারছে সেভাবে লুটছে।

দেশরত্ন শেখ হাসিনার আমলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা ছিলো, যা এখন ফ্যাসিস্ট ইউনূসের মেটিকুলাস ষড়যন্ত্রে শূন্যের কোটায় নেমেছে।

এত খুন, সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি, মব আর ধর্ষণ দেখেনি বাংলাদেশ। জুলাই জঙ্গীদের অবাধ অপরাধ তৎপরতা চালানোর লাইসেন্স দিয়েছে ইউনূস, তাই গেলো একবছরে অপরাধ কমেনি বরং নজিরবিহীন ভাবে বেড়েই চলছে।

একইসাথে বাজারে জিনিসপত্রের দাম ক্রমেই বেড়ে চলেছে। সবজির দাম তো আকাশ ছুঁয়েছে।

কাঁচামরিচের দাম ১০০ টাকার সীমা ছাড়িয়ে ৬০০ টাকারও বেশিতে পৌঁছে গেছে। কী খাবে মানুষগুলো?

আলু ছাড়া অন্য সবজির দাম নাগালের বাইরে। ভারত থেকে পেঁয়াজ এসেছে, তারপরেও কোথাও কোথাও পেঁয়াজের দাম কম নেই।

এদিকে, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভারত থেকে চাল আমদানী বন্ধ থাকলে চালের দাম কেজিতে ১০০ টাকার ঘরে পৌঁছাতে পারে। মানুষ না খেয়ে মরবে।

এমনিতেই অনাহারে আবর্জনায় পড়ে থাকতে দেখা যাচ্ছে, ঠিক মন্বন্তরের মতো।

এই চাপ জনগণ নিতে পারবে না, বিশেষজ্ঞরা তাই বলছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *