ঢাকা: বাংলাদেশের সার্বভৌমত্ব মারাত্মক বিপদের মধ্যে পড়ে গেছে। এর আভাস অনেক আগেই পাওয়া গিয়েছিলো।

শেখ হাসিনা দেশ বিলিয়ে দেননি বলেই তাঁকে ষড়যন্ত্র করে সরিয়ে এমন একজনকে প্রধান উপদেষ্টার পদে বসানো হয়েছে যিনি আমেরিকার পা ধুয়ে থাকতে পারবেন।

বলা যায়, টার্গেট করে ইউনূসকে এই পদে আনা হয়েছে। যার জাতীয় স্বার্থ থেকে নিজের স্বার্থটা বড়, তাঁকে দিয়েই কাজ হবে বুঝে গিয়েছে আমেরিকা। নোবেল লরিয়েট আমেরিকার উপরে কোনো কথা বলবে না সেটা আমেরিকাও জানে।

এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৫৪ বছর পর এই প্রথম মার্কিন নৌবাহিনীর একটি ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার চট্টগ্রামে নোঙর করছে।

ইউএসএস ফিটজেরাল্ড নামের এই যুদ্ধজাহাজটি বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে এবং বাংলাদেশ নৌবাহিনীর সাথে তিন দিনের একটি বিশেষ যৌথ মহড়ায় অংশগ্রহণ করবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) কর্তৃক জারি করা এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ইউএসএস ফিটজেরাল্ড ও বাংলাদেশ নৌবাহিনীর এই বিশেষ মহড়া আগামী ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগরের একটি নির্দিষ্ট এলাকায় অনুষ্ঠিত হবে।

একেবারে চুপচাপ সব হবে। আর এই সময় ঐ এলাকায় সব সমুদ্রগামী জাহাজ, উপকূলীয় জাহাজ এমনকি মাছ ধরার ট্রলারকে পর্যন্ত চলাচল ও নোঙর করতে বারণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *