ঢাকা: প্রায় সাড়ে সাত বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তবে এই শরীরে এইভাবে জিয়ারত করাকে অনেকেই অতিরিক্ত বলছেন। জনগণ অনেকেই বলছেন এই কথা।
আবার অনেকে বলছেন, প্রচারে নামবেন তো তাই দোয়া চেয়ে নিলেন।
বুধবার (৮ অক্টোবর) রাত ১১টা ৩০ মিনিটের দিকে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বেগম খালেদা জিয়া।
এর আগে বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে জিয়াউর রহমানের সমাধির উদ্দেশে রওনা করেন বেগম খালেদা জিয়া।
এ সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ভাই প্রয়াত মেজর (অব.) সাঈদ এসকান্দারের সহধর্মিণী ও ছোট ভাই প্রকৌশলী শামীম এসকান্দারের সহধর্মিণীসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমানের মাজারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনসহ বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা।
এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন।
