চট্টগ্রাম: এই কী দিশেহারা অবস্থা দেশের!? মরাল পুলিশিং করতে চলে আসছে কোনো ঘটনা ঘটলেই।
ব্যক্তির দোষ থাকলে সাজা দেবে আইন, প্রশাসন। কিন্তু নাহ! বাংলাদেশের আইন এখন চোখে পট্টি বেঁধেছে। ইউনূস সব আইনের হাতে হাতকড়া পরিয়েছেন।
চট্টগ্রামের আনোয়ারায় মোবাইল চুরির অভিযোগে এক হোটেলকর্মীকে জনসমক্ষে চুল কেটে শরীরে পোড়া মবিল ঢেলে ঘোরানোর মতো পৈশাচিক ঘটনা ঘটেছে।
যাকে নির্যাতন করা হয়েছে, ওই যুবক (৩২) কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার কালাবিবি দীঘির মোড়ের টানেল রেস্টুরেন্টের সামনে এই ঘটনাটি ঘটে।
২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে টানেল রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ মাসুদ (৪৪), কর্মচারী মো. ফখরুদ্দিনকে (২৯) গ্রেফতার করে পুলিশ।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুদ বলেছেন, ‘পাঁচ দিন আগে ওই কর্মী আমার রেস্টুরেন্টে একদিন কাজ করার পর সহকর্মীর দুটি মোবাইল নিয়ে পালিয়ে যায়।
পরে খবর পাই, চট্টগ্রাম শহরের দেওয়ানহাট এলাকায় একটি রেস্টুরেন্টে কাজ করছে। সেখান থেকে এনে রেস্টুরেন্টের ছেলেরা ওর চুল কেটে দেয়। তবে আমি তাকে মারধর করতে দিইনি।’
