ঢাকা: আমরা সবাই রাজা, আমাদের এই মবের রাজত্বে, কিংবা বলা যায় খুনের রাজত্বে! প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত লাশের খবর দেখে, শুনে জনগণের দিন কাটে।
এমন একটা কঠিন সময় পার করছে বাংলাদেশের মানুষ। কখন যে কে লাশ হয়ে যায়…!?
এইবার রাজধানীর শাহবাগ থানা এলাকায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থান থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভয়াবহ অবস্থা!
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১২টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় ঈদগাহ এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে শুক্রবার সকাল পর্যন্ত নিহতদের কারও পরিচয় শনাক্ত করা যায়নি।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস কবির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রথম ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ৯টার দিকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের আইল্যান্ডে আনুমানিক ৫৫ বছর বয়সী একজন নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর কিছুক্ষণ পরেই আবার রাত পৌনে ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে প্রায় ৪০ বছর বয়সী এক পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকেও ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবং টানা রাত পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে ৪০ বছর বয়সী আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
এমন সব হাড় হিম করা ঘটনা আত্মা কাঁপিয়ে ফেলছে। পরিবারের লোকজন বাড়ি ফিরতে একটু দেরি হলেই কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে, কোথায় কী অঘটন ঘটছে!
