ঢাকা: আমীর হামজা মঞ্চে উঠার পরেই প্রতিবাদিদের মধ্য থেকে জুতা বৃষ্টি শুরু হয় আর বলতে শোনা যায় মিথ্যাবাদী, ভন্ড, রাজাকারের বাচ্চা, গালিগুলো ছিল পরিষ্কার।
আমির হামজা কী বলেছিলেন মনে আছে নিশ্চয়ই পাঠকের। তিনি বলেছিলেন, শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন না। আমি মনে করি, আশেপাশের চারটা জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয়।
এই জেলা মানচিত্রে না থাকাই ভালো। এটা একটা অভিশপ্ত জেলা। অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে ৬৩ জেলার বাংলাদেশ করা হোক।
এবার তাঁকেই জুতাপেটা করা হলো রীতিমতো। ইসলামী বক্তা মুফতি আমীর হামজার একটি ওয়াজ মাহফিল রণক্ষেত্রে পরিণত হয়েছে। মঞ্চে বক্তব্য শুরু করার আগেই উপস্থিত জনতার একাংশ তাঁকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ শুরু করে।
এই ঘটনায় তুমুল হট্টগোল শুরু হয়ে যায়। আয়োজকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত আমীর হামজাকে মঞ্চ ছাড়তে হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আমীর হামজা মঞ্চে এসে আসনে বসার পরপরই দর্শকদের মধ্য থেকে তাঁর দিকে জুতা, স্যান্ডেল ও অন্যান্য বস্তু ছুড়ে মারা শুরু হয়। দর্শকরা উত্তেজিত হয়ে পড়েন।
জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা কোনো কথাই শোনে না। অবশেষে মঞ্চ ছাড়তে বাধ্য হন তিনি।
