ঢাকা: তা পুলিশ বানর হলো কেন? ৫ আগস্ট এই পুলিশকে কীভাবে অত্যাচার করা হয়েছে, মেরে ঝুলিয়ে রেখেছিলো জুলাই যোদ্ধারা! অথচ সেসব ভুলে এখন পুলিশ তাদেরই তাবেদারি করছে।
জনগণ চুরি, ছিনতাই, খুনে দিশেহারা। অথচ দেখা যাচ্ছে একের পর এক পুলিশ প্রশাসন কোনো কথাই বলছে না। অপরাধীর বিরুদ্ধে কোনো স্টেপ নেই। মবের হাতে জনতাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে পুলিশ।
পুলিশ প্রশাসন জনগণের কাজ না করে ইউনূসের এমন লেজুরবৃত্তি করলে সে তো বানরই হবে!
তাই স্বীকার করে ফেললেন একজন।
‘পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো। রিকশাওয়ালার মার খায় পুলিশ। বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের। আমি অন্য চাকরির চিন্তা করছি।’
কথাগুলো বলেছেন কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান। সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডার সময় ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন তিনি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে কটিয়াদী মডেল থানায় এই ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সাংবাদিকদের হাতে এসেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) থানায় পিকনিকের আয়োজনের পর পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খানসহ কয়েকজন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
পরে জেলার কয়েকজন সাংবাদিক ওই রাতে কটিয়াদী থানায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। এসময় কথাগুলো বলেন তিনি।
সাংবাদিকরা তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চাইলে হাবিবুল্লাহ খান ক্ষেপে গিয়ে বলেন, ‘আমি অসুস্থ ছিলাম কখন? যিনি রিপোর্ট করেছেন, তাঁকে গিয়ে জিজ্ঞেস করুন। থানায় যদি পিকনিক হয়, সেটা কি নিউজ করার বিষয়?’
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো। রিকশাওয়ালার মার খায় পুলিশ। বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের। আমি অন্য চাকরির চিন্তা করছি।’
