ঢাকা: রাজধানীর বাড্ডায় স্থানীয় এক বিএনপি নেতাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত আনুমানিক ১০ টায় মধ্য বাড্ডা গুদারা ঘাট এলাকায় এই ঘটনাটি সংঘটিত হয়। নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ছিলেন।
তিনি পেশায় ইন্টারনেট ও ডিস ব্যবসায়ী ছিলেন। জানা যাচ্ছে, ঐ ঘটনার সময় ওই বিএনপি নেতা গুদারাঘাট এলাকায় চায়ের দোকানে চেয়ারে বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। ঠিক ওই সময়ই অতর্কিতে দুজন গুলি করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা সাধনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।ওই ঘটনার সিসিটিভি ভিডিওতে দেখা যায়, দুজন হেঁটে এসে সাধনকে গুলি করে পালিয়ে যায়। তাঁর লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।