ঢাকা: নিবন্ধনের আর মাত্র বাকি একদিন। অথচ এখন পর্যন্ত কোটার মাত্র ১৫ শতাংশ হজযাত্রী নিবন্ধিত হয়েছে।

ফলে এই অবস্থায় সংশ্লিষ্টরা মনে করছেন, কোটার‌ বড় একটি অংশ এবার খালি থাকতে পারে। নিবন্ধিত হয়নি যেহেতু তাই খালি থাকারই কথা!

এমন অবস্থায় দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে হজ এজেন্সিগুলোকে তাগিদ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি নিবন্ধনের সুবিধার জন্য আজ শনিবার ব্যাংক খোলা রাখা হয়েছে।

আজ, শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হজ পোর্টালের তথ্য অনুযায়ী, ১৮ হাজার ৭৩৬ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮২৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনা ১৫ হাজার ৯০৮ জন।

চলতি বছর বাংলাদেশের হজের কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সে হিসাবে এখন পর্যন্ত ১৫ শতাংশের মতো হজযাত্রী নিবন্ধন করেছেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোর কাছে পাঠানো এক তাগিদপত্রে জানানো হয়েছে, সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ১২ অক্টোবর শেষ হবে। কিন্তু তালিকার ৩২৯টি এজেন্সি কোনোরকম হজযাত্রী নিবন্ধন করেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *