ঢাকা: এনসিপির মিছিলে গিয়ে ব্যবসায়ীদের ভয় নাই চাঁদাবাজের ঠাই নাই বলে স্লোগান দিচ্ছে এক একজন খোদ চাঁদাবাজ।

গত ১ বছরে সবচেয়ে বেশী চাঁদাবাজ, হত্যা, ধর্ষকদের শেল্টার দেয়া দলটার নামই এনসিপি অথচ তারা মাইকে বুলি আওড়ায় নিজেদের ফেরেশতা বানিয়ে।

যে দেশের সরকারের প্রধান বিভিন্ন অনৈতিক সুযোগ-সুবিধা নিয়ে থাকেন। সেই দেশের ছাত্ররা চাঁদাবাজ হবে না তাহলে কি আদর্শবান নাগরিক হবে?

ছাত্র আন্দোলন নামে যে টোকাই জঙ্গী সারজিস, নাহিদরা যে আন্দোলন করলো, একটু ঘাম ঝরিয়ে এখন কোটি কোটি টাকা চাঁদাবাজি করে আঙুল ফুলে কলাগাছ হয়েছে।

তাদের চাঁদাবাজের আইডল হচ্ছেন আমাদের নোবেল লরিয়েট ডঃ মুহাম্মদ ইউনুস।

তিনি ইচ্ছাকৃতভাবে এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন।

এবং এই টোকাই এনসিপি, জামাত, বিএনপি সব বাদ দিয়ে এমন অবস্থা হয়েছে যে তারা এখন এইসব চাঁদাবাজিতে ব্যস্ত।

আর একদল সরকারি প্রটোকল নিয়ে বিভিন্ন জায়গায় পিকনিক করে বেড়াচ্ছে আর বক্তব্য দিচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে।

অথচ তাদেরই সহচররা চাঁদাবাজিতে হাতেনাতে ধরা খাচ্ছে।

এদের কাণ্ডকীর্তি দেখে দেশের মানুষ কী করবে বুঝে উঠতে পারে না! বড় অসহায় অবস্থা। যারা সেনাবাহিনীর ঘেরাটোপে নিজেদের জীবন নিয়ে পালায় এরা আজ অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে।

চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট তৈরি ও দুর্নীতিসহ নানা সামাজিক অপরাধের বিরুদ্ধে পঞ্চগড় জেলাজুড়ে লংমার্চ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১১ অক্টোবর) দুপুর থেকে পঞ্চগড় জেলা শহরের চিনিকল মাঠ থেকে এই প্রহসনের লংমার্চ শুরু করেন সারজিস।

এতে এক হাজার মোটরসাইকেল নিয়ে এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা অংশ নিয়েছেন বলে দাবি সংগঠনটির।

রাত ৯টার পঞ্চগড় শহরের শের ই বাংলা পার্ক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে এ কর্মসূচি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *