ঢাকা: প্রকাশ্যে হ্যাণ্ডমাইক আর রামদা নিয়ে চাঁদাবাজি করে বিএনপি, তারপর তাদের সাফাই শুনলে মনে হয় চাঁদার চ’ এরা জানে না।

জিয়া সৈনিক চাঁদা তোলে দৈনিক।
চাঁদা তোলে কাজিপুরে ভাগ যাই লন্ডনে।

গোগ্রাসে গিলছে দেশটাকে, চাঁদা না দেয়ায় পাথর দিয়ে থেঁতলে সোহাগ তথা এরকম কত সোহাগকে হত্যা করেছে, আর এখন যে তাদের মুখে মধু ঝরছে।

রিজভী সাহেবের কথায় মনে হলো, তিনি ভাজা মাছটি উল্টে খেতে জানেন না।

কী বললেন তিনি শুনি:

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ভীতিপ্রদর্শক বা সমাজে আতঙ্ক সৃষ্টি করা ব্যক্তি বিএনপির সদস্য হতে পারবেন না।

কী অদ্ভুত কথাবার্তা! দেশ বিক্রি করে পকেটে নিয়ে নিলো সারা দেশ, এখন নির্বাচনের আগে এদের সাফাই।

শনিবার (১১ অক্টোবর) ঐতিহাসিক গাজীপুর রাজবাড়ী মাঠে মহানগর বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে, সমাজে যাদের আতঙ্ক বলে মনে করা হয়— তারা বিএনপির সদস্য হতে পারবেন না।

বিএনপি একটি আদর্শিক দল, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।

শাপলা, ধানের শিষ টানাটানি নিয়ে বলেন:

তিনি আরও বলেন, ধানের শীষ ৪৭ বছর ধরে বিএনপির নির্বাচনী প্রতীক। এখন শাপলা না দিলে প্রতীক দেওয়া যাবে না— এমন অবান্তর দাবি তুলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *