ঢাকা: জঙ্গীবাদের মদতদাতা জাকির নায়েক। যাকে ভারত এক চোখে দেখতে পারে না।‌ভারত জঙ্গীবাদকে প্রশ্রয় দেয় না।

অথচ দেখা যাচ্ছে প্রতিবেশি হয়ে এখন বাংলাদেশ সরাসরি জঙ্গী চাষ করছে। ৫ আগস্টের পর তথা আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের জমি জঙ্গী চাষের জন্য হয়ে উঠেছে ইউনূসের মদতে।

এবার ঢাকায় আসবেন জাকির নায়েক। যিনি উস্কানিদাতা হিসেবেই পরিচিত। প্রচুর বিতর্কিত ভাষণ, কাজকর্ম তাঁর রয়েছে।

২০২২ সালের মার্চ মাসে সন্ত্রাসবাদীদের উচ্ছ্বসিত প্রশংসা করে ভাষণ দিতে শোনা যায় জাকির নায়েককে। তারপর থেকে নায়েকের সংগঠন ইন্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করা হয়।

থেরেসা মে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন জাকির নায়েককে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। সে সময় তাঁর বিরুদ্ধে কুখ্যাত সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের উচ্ছ্বসিত প্রশংসা করার অভিযোগ ছিল। পাশাপাশি জাকির নায়েক বলেছিলেন, “সব মুসলিমেরই জঙ্গি হওয়া উচিত।”

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক জাকির নায়েক সম্পর্কে যে নোটিস জারি করেছিল তাতে পরিষ্কার উল্লেখ করা ছিল একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে মদতের কথা।

যুবদের মুসলিম ধর্মে দীক্ষিত করে তোলা, আত্মঘাতী হামলার পরিকল্পনা, সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্য করা সহ একাধিক অভিযোগ ওঠে জাকির নায়েকের বিরুদ্ধে।

হিন্দু দেব দেবী এবং ধর্মের বিরুদ্ধে একাধিকবার বিদ্বেষমূলক মন্তব্য করেছেন তিনি।

নানাভাবে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে উসকানি দেওয়া হচ্ছিল জাকির এবং তাঁর সংগঠনের পক্ষ থেকে। এই অবস্থায় জাকির নায়েককে ভারতের বরদাস্ত করার কথাও নয়।

তিনি তালেবান, আল কায়দা সমর্থন করেন।

১৯৬৫ সালের ১৮ অক্টোবর ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি।মুখস্ত বিদ্যায় পটু এই বিতর্কিত ধর্মপ্রচারক ‘ইউনিভার্সিটি অফ মুম্বাই’ থেকে ব্যাচেলর অব মেডিসিন সার্জারি বা এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

সঠিক রোগ নির্ণয়ে ব্যর্থ হয়ে চিকিৎসা পেশা ছেড়ে ধর্ম ব্যবসা শুরু করেন। কারণ বুঝে গেছেন তিনি ধর্ম ব্যবসা মানুষ গিলে বেশি।

১৯৯১ সালে ইসলাম ধর্ম প্রচারের জন্য তিনি ‘আইআরএফ ‘ প্রতিষ্ঠা করেন।

মুখস্থ বিদ্যা নামক আলাদীনের চেরাগ হাতে নিয়ে কোরান, হাদিস, বাইবেল, গীতা থেকে ঠাস ঠুস রেফারেন্স টেনে চমক সৃষ্টি করতে থাকেন।

এক ঘন্টা বক্তৃতার জন্য দশ লাখ টাকা ফি নিয়ে থাকেন, যা কোরানে সম্পূর্ণ হারাম করা হয়েছে।‌ তাঁর সম্বন্ধে বাংলাদেশের জনগণ জানেন যথেষ্ট।

এই ব্যক্তি এখন আসবেন বাংলাদেশে।
ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন।

আগামী নভেম্বর মাসে তিনি ঢাকায় একটি ‘মেগা লেকচার ইভেন্ট’-এ অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক সংস্থা ‘স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট’।

রোববার (১২ অক্টোবর) রাতে সংস্থাটির স্বত্বাধিকারী আলী রাজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

আলী রাজ বলেন, “প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ড. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে।

সাথে ঢাকার বাইরেও তার প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।” বলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *