ঢাকা: নোবেলজয়ীর সাথে দেখা করতে ইচ্ছুক নন রাষ্ট্রপ্রধানরা। যেখানেই যে দেশেই যাচ্ছেন হামবড়া ভাব নিয়ে যাচ্ছেন, অথচ এক পয়সার সম্মান তিনি পাচ্ছেন না। এটি তাঁর নিজস্ব কর্মের জন্যেই। ছোট ছোট দেশগুলোও বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে গোণায় ধরছে না!

যেমন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সাক্ষাৎ দিচ্ছেন না ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

এটি অবশ্যই চরম অপমানজনক ঘটনা। যা আন্তর্জাতিক অঙ্গনে ইউনূসের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা হ্রাসের সুস্পষ্ট প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

কিন্তু আগেই বলেছি অপমান গায়ে মাখেন না ইউনূস।

জানা গেছে, ড. ইউনূস জাতিসংঘের একটি ফোরামে অংশ নিতে রোম সফর করছেন।

সফরকালে তিনি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের চেষ্টা করেছিলেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, নোবেলজয়ী হিসেবে অর্জিত সম্মানকে কাজে লাগিয়ে ক্ষমতার শীর্ষে পৌঁছে গেছেন ঠিকই , কিন্তু ক্ষমতাই সব না। নিজের সম্মান, দেশের সম্মান ধরে রাখাটা মুখ্য।

তার সরকারের কর্মকাণ্ড তার আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রায় ধ্বংস করে দিয়েছে। রোমের এই ঘটনা তারই সর্বশেষ উদাহরণ।

এইদিকে ডাস্টবিন শফিক এখন মোচড় দিচ্ছেন। কথা পাল্টে ফেলার চেষ্টা করছেন। তিনি এমনিতেও ভীষণ মিথ্যে কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন— এমন কথা নাকি তিনি কোথাও বলেননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *