ঢাকা: শুধুমাত্র চান্দাভাইয়ের জন্য হলেও ক্ষমতায় আসতে চায় বিএনপি। চান্দা তাদের অধিকার, মানুষের ব্যবসা বাড়িঘর সবই তাদের পৈতৃক সম্পত্তি।
চমৎকার স্বীকারোক্তি দিয়েছেন সরফুদ্দিন আহম্মেদ। শুনে দেশবাসী মুগ্ধ হয়ে গেছে। এমন সহজ স্বীকারোক্তি তো শোনা যায় না।
১৭ বছরে আমার নেতাকর্মীরা কিছু খায় নাই, তাই ছোট ছোট চাঁদাবাজি হইতে দিয়েছি, বললেন বিএনপি নেতা।
তিনি সরদার সরফুদ্দিন আহম্মেদ সান্টু,সভাপতি বিএনপি, উজিরপুর উপজেলা এবং ধানের শিষের মনোনয়ন প্রত্যাশী বরিশাল -২(উজিরপুর -বানারীপাড়া)
বক্তব্যে বলেন,”ছোটো ছোটো চাঁদাবাজি যেগুলো হয়েছে সেটা হতে দিয়েছি।কারণ ১৭ বছর আমার নেতাকর্মীরা কিছু খায়নাই। নেতাকর্মীরা যদি ভালো থাকে তাইলে আমার কাছে আসবেনা”।
কি বুঝলেন? এভাবেই সারাদেশে বিএনপি’র যত চাঁদাবাজ রয়েছে প্রত্যেক চাঁদাবাজদের পিছনে বড় বড় নেতাদের হাত রয়েছে।
এদেরকে যদি আবার মনোনয়ন দেওয়া হয় এবং এমপি নির্বাচিত হয় তাহলে এই সমস্ত আসনে কি পরিমাণ চাঁদাবাজি হবে তা কী আরো বলতে হবে?
কী অদ্ভুত কাণ্ডকারখানা নেতাকর্মীদের! চাঁদা বিএনপি, জামাত, শিবির, ইউনূস দেশটার সব রস শুষে ছিবড়ে ফেলে রেখে চলে যাবে একদিন। আর সেই ছিবড়ে খাবে জনগণ!
মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা সরদার সরফুদ্দিন সান্টু বিএনপির কেন্দ্রীয় সদস্য এবং উজিরপুর উপজেলা সভাপতি।
বিএনপি নেতাকর্মীকে চাঁদাবাজিতে উৎসাহিত করতে তাঁর একটি বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, আওয়ামী লীগের প্রায় পুরো সময় তিনি দেশের বাইরে ছিলেন। গত বছর ৫ আগস্টের পর দেশে ফেরেন। তাঁর অনুসারীর বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজি ও দখলের নানা অভিযোগ রয়েছে।
এবার বলতে শোনা যায়, ‘গত এক বছর বিএনপি নেতাকর্মীরা যে চাঁদাবাজি করেছে, সেটা আমি তাদের করতে দিছি। কারণ গত ১৭ বছর নেতাকর্মীরা কিছু খায় নাই। অবস্থা কিন্তু ভালো না। দল ক্ষমতায় না এলে কিন্তু কিছু পাবেন না।’
