নোয়াখালী: ফের হিন্দু হত্যা বাংলাদেশে! নির্মমভাবে গলা কেটে খুন করা হলো সুব্রত চন্দ্র দাশকে!
নোবেলজয়ী ইউনূস তো অস্বীকার করেছেন ভারতের অভিযোগকে, যে বাংলাদেশে সনাতনীরা ভালো আছে। কিন্তু এই কী ভালো থাকার নমুনা?
আজ সনাতনীই শুধু নয়, বাংলাদেশে একটি মানুষও ভালো নেই। ঘর থেকে এক পা বাইরে ফেললেই পরিবারের লোকজন চিন্তায় কাতর হয়ে যায়, কিজানি পথেঘাটে কী ঘটে! এভাবে চলছে দেশ!
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দিনের আলোয় ঘটে গেল এক ভয়াবহ হত্যাকাণ্ড। প্রকাশ্যে সড়কের ওপর মোটরসাইকেল আরোহী সুব্রতবাবুকে ব্যক্তিকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার বেলা পৌনে দুইটার দিকে উপজেলার চর জবলী গ্রামের পালোয়ান বাড়ির সামনে আট কপালিয়া–পরিষ্কার বাজার সড়কে এই ঘটনাটি ঘটে। নিহতের নাম সুব্রত চন্দ্র দাশ (৪২)।
তবে ঘটনার সাথে যারা জড়িত, তাদের এখনো ধরতে পারেনি পুলিশ! বাকি ঘটনা থেকে অনুমান করা যায়, ধরবেও না।
পুলিশ জানায়, নিহত সুব্রত চন্দ্র দাশ উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর বজলুল করিম গ্রামের চিরু রঞ্জন দাশের ছেলে।
খবর পেয়ে চর জব্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাশটির ময়নাতদন্তের জন্য আগামীকাল মঙ্গলবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
জানা যায়, অতর্কিতে হামলাকারীরা সুব্রত দাশের মাথায় এলোপাতাড়ি কোপানো শুরু করে এবং গলা কেটে তাঁকে হত্যা করে সড়কের ওপর লাশ ফেলে পালিয়ে যায়।
এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি সড়কের ওপর অক্ষত অবস্থায় পড়ে থাকে। পরে আশপাশের মানুষজন থানায় খবর দেন।
