ঢাকা: টোকাই এনসিপির শাপলাই চাই! বাচ্চারা যেমন চকলেটের জন্য গোঁ ধরে বসে থাকে, আমার চা-ই চাই, সেভাবে এই দলটি বসে আছে।

তবে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আজ মঙ্গলবার জানিয়ে দিয়েছেন, ইসির বর্তমান বিধিমালায় ‘শাপলা’ প্রতীক নেই, তাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে তা সরাসরি দেওয়ার সুযোগ নেই।

এনসিপিকে ১৯ অক্টোবরের মধ্যে প্রতীক বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে, না হলে ইসি নিজেই প্রতীক চূড়ান্ত করবে।

এনসিপি এখনো তাদের দাবিতে অনড় “শাপলাই চাই!” তারা ইতিমধ্যেই ইসির সঙ্গে একাধিক বৈঠক করেছে ও চিঠি দিয়েছে, কিন্তু কমিশন অবস্থান বদলায়নি।

ইসি সচিবের ভাষায়, “তালিকায় শাপলা নেই, তাই বরাদ্দ দেওয়া সম্ভব নয়। কমিশন মনে করে, শাপলা অন্তর্ভুক্ত করার দরকার নেই।”

অন্যদিকে, এনসিপি বলছে, শাপলা প্রতীক ছাড়া তারা কোনোভাবেই নিবন্ধন নেবে না।

সব মিলিয়ে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শাপলা এখন শুধু প্রতীক নয়, হয়ে উঠেছে রাজনৈতিক প্রতিরোধের প্রতীক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *